জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব গাজী সালাউদ্দিন তানভীর বলেছেন, জনমানুষের কাতারে থেকে মানুষের আকাঙ্খা বাস্তবায়নে বিপ্লব চলমান থাকবে। যদি আবারো কেউ ফ্যাসিবাদের মতো আচরন করে আবারো ছাত্রজনতা রাস্তায় নামবে। গণপরিষদ নির্বাচনের মাধ্যমে জনআকাঙ্খার শহীদদের রক্তের দাবির উপরে পরিপূর্ণ নতুন বাংলার সংবিধান প্রতিষ্ঠা করে নতুন সংসদ নির্বাচন হবে।
সোমবার বিকেলে বগুড়া পর্যটন মোটেলে ওয়ারিয়র্স অফ জুলাই এর উদ্যোগে জেলার জুলাই যোদ্ধাদের সাথে মতবিনিময় সভা ও রমজানের উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি কথাগুলো বলেন।
ওয়ারিয়র্স অফ জুলাই এর আহবায়ক মশফিকুর রহমান সোহাগের সভাপতিত্বে এতে বক্তব্য দেণ জেলা প্রশাসনের নির্বাহি ম্যাজিষ্ট্রেট আবু শাহমা, ওয়ারিয়র্স অফ জুলাই এর সদস্য সচিব ফেরদৌস শেখ, এনসিপির আব্দুল্লাহেল তাকী, জামায়াত নেতা মাওলানা আব্দুল হাকিম, মাওলানা আলমগীর হোসেনসহ জুলাই আন্দোলনে আহতরা। শেষে ২ শতাধিক জুলাই যোদ্ধাদের মাঝে রমজান সামগ্রী বিতরণ করা হয়।