সোনারগাঁয়ে ডাকাতি, গৃহবধূকে কুপিয়ে জখম

0

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। রবিবার রাতে সোনারগাঁ পৌরসভার নোয়াইল গ্রামে এ ঘটনা ঘটে। এসময় ডাকাতদল স্বর্ণালংকার, নগদ টাকা ও মোবাইলসেটসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়।

তবে ডাকাতদের বাধা দিতে গেলে ব্যবসায়ী মামুন মিয়ার স্ত্রী মনি আক্তারকে কুপিয়ে ও পিটিয়ে জখম করে। আহত মনি আক্তারকে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ব্যবসায়ীর স্ত্রী আহত মনি আক্তার জানান, রবিবার দিবাগত রাত দুইটার দিকে ৮-১০ জনের একটি ডাকাতদল তার বাড়িতে হানা দেয়। এসময় ঘরে প্রবেশ করে সকল প্রকার আসবাবপত্র তছনছ করে। একপর্যায়ে আলমারিতে থাকা স্বর্ণালংকার ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার সময় তাদের বাধা দিলে তাকে কুপিয়ে আহত করে। পরে তারা তাদের আলমারিতে থাকা নগদ ২২ হাজার টাকা, ৪ ভরি স্বর্ণ ও পাঁচটি মোবাইল সেট লুট করে নিয়ে যায়।

সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ আব্দুল বারী বলেন, ডাকাতি হওয়ার বিষয়টি জেনেছি। ইতোমধ্যে ডাকাতদের আটক করতে পুলিশ কাজ করছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here