নির্বাচন দিয়ে দেশের মানুষকে স্বস্তি দিন: মোশারফ হোসেন

0

বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এবং কাহালু-নন্দীগ্রামে সাবেক এমপি মোশারফ হোসেন বলেছেন, গত ১৭ বছর ধরে দেশে গণতন্ত্র ফেরানোর জন্য মাঠে লড়াই করে যাচ্ছে বিএনপি। বিএনপি আগেও মাঠে ছিল, এখনো মাঠে আছে। গণতন্ত্র ফেরাতে দেশে দ্রুত নির্বাচন দরকার। তাই দ্রুত জাতীয় নির্বাচন দিয়ে দেশের মানুষকে স্বস্তি দিন। 

তিনি বলেন, যে নির্বাচনের জন্য স্বৈরাচার শেখ হাসিনা সারাদেশে বিতর্কিত হয়েছে। সেই জাতীয় নির্বাচন না দিয়ে আপনারা আগে স্থানীয় নির্বাচন দিতে চাচ্ছেন। আমরা চাই আপনারা দ্রুত জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করুন।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ সোমবার নন্দীগ্রাম পৌরসভার দামগাড়া ও মাঝগ্ৰাম ৬নং ওয়ার্ডের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মোশারফ হোসেন বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন – দেশের জনগণ যাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন, তিনিই এই দেশের নেতৃত্ব দিবেন। 

তিনি বলেন, শেখ হাসিনা হাজার হাজার মানুষ মেরেছেন আমরা তার বিচার চাই। এছাড়া গত ১৭ বছরে এই দেশে শেখ হাসিনা যে সব অন্যায় অত্যাচার করেছে তার বিচার অবশ্যই হতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here