আইন আছে কিন্তু তার পুরোপুরি প্রয়োগ নেই। মূলত এ কারণেই লক্ষ্যমাত্রা অনুযায়ী রাজস্ব আহরণ করা সম্ভব হচ্ছে না বলে মন্তব্য করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান।
সোমবার বিকেলে রাজস্ব ভবনে বাংলাদেশ সিভিল সার্ভিস অ্যাসোসিয়েশন আয়োজনে অর্থনীতি আলাপন রাজস্ব ব্যবস্থাপনা ও গণমাধ্যম শীর্ষক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
এনবিআর চেয়ারম্যান বলেন, দেশে ট্যাক্স রিটার্নধারীর সংখ্যা এক কোটি ১৩ লাখ। তবে, রিটার্ন জমা হচ্ছে ৪০ লাখ। বাকি ৮০ লাখ রিটার্ন জমা হচ্ছে না।
আবদুর রহমান জানান, সবার সম্মতি থাকলে ১৯৬৩ সালের সম্পদ কর আইন পুনর্বহাল করার কথা ভাববে এনবিআর।
এতে কর আদায়ে বৈষম্য দূর হবে বলেও মনে করেন তিনি।