ভারতের মণিপুরের চূড়াচাঁদপুর জেলায় মার জনজাতির নেতা রিচার্ড মারের উপর হামলার প্রতিবাদে আরও এক বার অশান্ত হয়ে উঠেছে মণিপুর। ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা (বিএনএসএস)-র অধীনে সোমবার সকাল থেকেই সেখানে জারি হল ১৬৩ ধারা।
পুলিশ জানিয়েছে, রবিবার সন্ধ্যায় জেনহাং লামকার ভিকে মন্টেসরি কমপ্লেক্সের ভিতর মারদের সংগঠন ‘মার ইনপুই’য়ের সাধারণ সম্পাদক রিচার্ডের উপর হামলা চালান অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা। সেই হামলার পর থেকেই বিক্ষোভ শুরু হয়। গোটা জেলায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযোগ, রিচার্ডের গাড়িতে গিয়ে ধাক্কা মেরেছিল দু’চাকার গাড়ি। সেই সংঘর্ষকে কেন্দ্র করে বিবাদ বাড়তে বাড়়তে এক পর্যায়ে হামলার ঘটনাটি ঘটে।
অশান্তি বাড়তে শুরু করলে চূড়াচাঁদপুরের অতিরিক্ত জেলাশাসক এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে গোটা জেলায় ১৬৩ ধারা জারি করেন। সাম্প্রদায়িক উত্তেজনা বাড়ার শঙ্কা করা হচ্ছে। নিষেধাজ্ঞা বহাল থাকাকালীন অনুমতি ছাড়া কোনও মিছিল কিংবা সমাবেশের আয়োজন করা যাবে না। পাঁচ বা ততোধিক লোকের জমায়েতও নিষিদ্ধ। কেউ লাঠি, পাথরসহ কোনও রকমের অস্ত্র বহন করতে পারবেন না।
অন্য দিকে, নেতার উপর হামলার তীব্র নিন্দা জানিয়েছে ‘মার ইনপুই’। দোষীদের অবিলম্বে গ্রেফতারের দাবিও জানিয়েছেন তাঁরা। ন্যায়বিচার না পেলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
সূত্র: হিন্দুস্তান টাইমস