দুবাইয়ে একটি আবাসিক ভবনে আগুনে ১৬ জনের প্রাণহানি ও ৯ জন আহত হয়েছে। স্থানীয় গণমাধ্যম একথা জানায়।
শনিবার দুপুরে নগরীর পুরাতন এলাকার আল-রাস পাড়ায় একটি ভবনের চতুর্থ তলায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর এএফপি’র।
দুবাইয়ের জনসংখ্যা প্রায় ৩৩ লাখ। এর প্রায় ৯০ শতাংশ বিদেশী। হতাহতদের জাতীয়তা প্রকাশ করা হয়নি। -বাসস।