নিজেকে ‘এখনও এ আর রহমানের স্ত্রী’ দাবি করে যা বললেন সায়রা বানু

0

হঠাৎ অসুস্থতা নিয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন অস্কার অস্কারজয়ী সংগীত পরিচালক এ আর রহমান। জানা যায়, তিনি সুস্থ হয়ে গতকাল বাড়িও ফিরেছেন। তবে এর মধ্যে তার বিচ্ছেদ নিয়ে শুরু হয়েছে নতুন আলোচনা। সম্প্রতি এ আর রহমানের স্ত্রী সায়রা বানু জানিয়েছেন তাদের বিচ্ছেদ হলেও আনুষ্ঠানিকভাবে ডিভোর্স হয়নি।

এ কারণে তিনি গণমাধ্যমকে অনুরোধ করেছেন, তাকে যেন রহমানের ‘এক্স-ওয়াইফ’ বলে সম্বোধন করা না হয়। ইন্ডিয়ান এক্সপ্রেস থেকে জানা যায়, সম্প্রতি শারীরিক অসুস্থতার কারণে এ আর রহমানকে হাসপাতালে ভর্তি করা হলে তার দ্রুত সুস্থতা কামনা করে সায়রা বানু একটি বিবৃতি দিয়েছেন। তিনি জানিয়েছেন, রহমানের কঠিন সময়ে তিনি তার পাশে রয়েছেন, যদিও তিনিও বর্তমানে অস্ত্রোপচারের পর সুস্থ হয়ে উঠছেন।

সায়রা বানুর আইনজীবী বন্দনা শাহ ও অ্যাসোসিয়েটসের মাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে তিনি বলেন, এ আর রহমানের দ্রুত সুস্থতা কামনা করছি। এই কঠিন সময়ে, আমি নিজেও অস্ত্রোপচারের পর সুস্থ হওয়ার পথে রয়েছি এবং আমি তার পাশে আছি। আমরা আমাদের সকল শুভাকাঙ্ক্ষী ও ভক্তদের ভালোবাসা ও সমর্থনের জন্য কৃতজ্ঞ।

একটি অডিও বার্তায় সায়রা বলেন, আমি সবাইকে জানাতে চাই যে, আমরা আনুষ্ঠানিকভাবে তালাকপ্রাপ্ত নই, আমরা এখনো স্বামী-স্ত্রী। তবে আমি গত দুই বছর ধরে অসুস্থ থাকার কারণে সম্পর্কের ওপর বাড়তি চাপ সৃষ্টি করতে চাইনি বলেই আলাদা থাকার সিদ্ধান্ত নিয়েছি।

তিনি অনুরোধ করে বলেন, গণমাধ্যম যেন আমাকে ‘এক্স-ওয়াইফ’ না বলে। আমরা শুধু আলাদা থাকছি, কিন্তু আমার দোয়া সবসময় রহমানের সঙ্গে থাকবে। উল্লেখ্য, গত বছরের ১৯ নভেম্বর এ আর রহমান ও সায়রা বানু তাদের তিন দশকের দাম্পত্য শেষ করার ঘোষণা দিয়েছিল। তাদের আইনজীবীর মাধ্যমে প্রকাশিত বিবৃতিতে জানানো হয়, সম্পর্কের মধ্যে ‘গভীর মানসিক চাপ’ থাকায় তারা এই সিদ্ধান্ত নিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here