বার্সেলোনার জালে টানা গোল করার রেকর্ডে পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর পাশে নাম লেখালেন আতলেতিকো মাদ্রিদের ফরোয়ার্ড। ওয়ান্দা মেত্রোপলিতানোয় রবিবার রাতে লা লিগার ম্যাচে ইতিহাসের দ্বিতীয় ফুটবলার হিসেবে বার্সেলোনার বিপক্ষে টানা ছয় ম্যাচে গোল করার কীর্তি গড়েন নরওয়ের তারকা আলেকজান্ডার সোরলোথ।
হুলিয়ান আলভারেসের গোলে প্রথমার্ধে এগিয়ে যায় আতলেতিকো। ৬০তম মিনিটে তারই বদলি নামার ১০ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন সোরলোথ। বাঁ দিক থেকে কনর গ্যালাঘারের পাস পেনাল্টি স্পটের কাছে পেয়ে বাঁ পায়ের শটে গোলটি করেন ২৯ বছর বয়সী এই ফরোয়ার্ড।
বিল্ডআপের সময় আতলেতিকোর মিডফিল্ডার রদ্রিগো দে পলের হাতে বল লাগায় হ্যান্ডবলের আবেদন করে বার্সেলোনা। তবে ভিএআরের সাহায্যে গোল বহাল রাখেন রেফারি।
এবারের লা লিগায় সোরলোথের মোট গোল হলো ১১টি। চলতি মৌসুমে এর আগেও দুইবার বার্সেলোনাকে ভুগিয়েছেন সোরলোথ। গত ডিসেম্বরে লা লিগায় প্রথম দেখায় ঘরের মাঠে শুরুতে এগিয়ে গিয়েও হারতে হয় বার্সেলোনাকে। একেবারে শেষ সময়ে ব্যবধান গড়ে দিয়েছিলেন তিনি। আর গত ২৫ ফেব্রুয়ারিতে কোপা দেল রে সেমি-ফাইনালের প্রথম লেগে জয়ের খুব কাছে ছিল বার্সেলোনা, সেদিনও শেষ মুহূর্তে তাদের জালে বল জড়িয়ে স্কোরলাইন ৪-৪ করে দেন এই ফরোয়ার্ড।