যুক্তরাষ্ট্রের হামলার জবাবে লোহিত সাগরে মার্কিন জাহাজে (এয়ারক্রাফট ক্যারিয়ার) পাল্টা হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। মার্কিন বিমানবাহী রণতরী হ্যারি এস ট্রুম্যান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করা হয়েছে। তবে এ হামলার কথা অস্বীকার করেছে মার্কিন প্রতিরক্ষা দফতর।
হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানান, তাদের বাহিনী একটি গুরুত্বপূর্ণ সামরিক অভিযান পরিচালনা করেছে। তিনি দাবি করেন, ব্যালিস্টিক ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে লোহিত সাগরে মার্কিন বিমানবাহী রণতরী হ্যারি এস ট্রুম্যান লক্ষ্য করে হামলা চালানো হয়।
যুক্তরাষ্ট্রের বিমান হামলার প্রতিবাদের পাল্টা জবাব বলে উল্লেখ করেন তিনি। তবে, মার্কিন প্রতিরক্ষা দফতরের এক কর্মকর্তা রয়টার্সকে জানান, এমন কোনো হামলার তথ্য পাননি তারা। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা হুতিদের এ দাবি প্রত্যাখ্যান করেন।
ইরান সমর্থিত ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠীটি ঘোষণা দিয়েছে, তারা লোহিত সাগরে ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজের ওপর নৌ অবরোধ অব্যাহত রাখবে, যতক্ষণ না গাজার ওপর থেকে অবরোধ তুলে নেয়া হয়। এদিকে, মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে হুতিদের সতর্ক করে বলেন, যদি যুক্তরাষ্ট্রের জাহাজ ও ড্রোন লক্ষ্য করে হামলা বন্ধ না করা হয়, তাহলে তাদের অভিযানও অব্যাহত থাকবে।
এই অভিযান মূলত সমুদ্রপথের নিরাপত্তা নিশ্চিত করা এবং ইরানপন্থি হাউথিদের প্রতিহত করার জন্য বলে জানান তিনি। তবে, হুতিদের ওপর হামলা বন্ধের আহ্বান জানিয়েছে রাশিয়া। উভয় পক্ষকেই সংঘাত পরিহার করতে বলেছে জাতিসংঘ। সূত্র : আনাদোলু এজেন্সি।