৭০ বছর পর ইংল্যান্ডে শিরোপার স্বাদ পেল নিউক্যাসল

0

১৯৫৫ সালের পর ইংলিশ ঘরোয়া লীগে কোনো প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়নি নিউক্যাসেল। ফলে দলটির হয়ে খেলা কয়েক প্রজন্ম পায়নি শিরোপার স্বাদ। অবশেষে হলো প্রতীক্ষার অবসান। দীর্ঘ ৭০ বছরের অপেক্ষা ঘুচিয়ে ঘরোয়া ফুটবলে নিজেদের নামের পাশে ‘চ্যাম্পিয়ন’ শব্দটা যোগ করতে পারল নিউক্যাসল।

সোমবার (১৭ মার্চ) ওয়েম্বলিতে লিভারপুলকে ২-১ গোলে হারিয়েছে নিউক্যাসল। ড্যান বার্নের গোলের পর আলেক্সান্ডার ইসাক ব্যবধান দ্বিগুণ করেন। পরে ব্যবধান কমান ফেডেরিকো কিয়েসা।

১৯৫৫ সালে এফএ কাপ জয়ের পর আবারও চ্যাম্পিয়নের ট্রফিটা হাতে নিতে পারল উত্তর-পূর্ব ইংল্যান্ডের ক্লাবটি। আর তাতে এফএ কাপ, চ্যাম্পিয়নস লিগের পর লিভারপুল সুযোগ হারাল লিগ কাপ জয়েরও। আর্নে স্লটের দলের শিরোপা–স্বপ্ন এখন টিকে আছে শুধু প্রিমিয়ার লিগেই। ঘরোয়া ফুটবলে ৭০ বছর পর চ্যাম্পিয়ন হলেও ১৯৬৯ সালে অধুনালুপ্ত মহাদেশীয় টুর্নামেন্ট ইন্টার-সিটিস ফেয়ার্স কাপ জিতেছিল নিউক্যাসল। তবে সেটি জয়ের পরও তো ৫৬ বছর কেটে গিয়েছিল।

ওয়েম্বলিতে আজে এড হাউয়ের দল ড্যান বার্নের ৪৫ মিনিটের গোলে প্রথমার্ধ শেষ করে ১-০ গোলে এগিয়ে থেকে। বিরতির পর ৫২ মিনিটে আলেক্সান্ডার ইসাকের গোলে ব্যবধান দ্বিগুণ করে দলটি। যোগ করা সময়ের চতুর্থ মিনিটে ফেদেরিকো কিয়েসার গোলে লিভারপুল শুধু ব্যবধানই কমাতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here