যথাযথ ভাবগাম্ভীর্য ও বিনম্র শ্রদ্ধায় সিঙ্গাপুরে পালন করা হয়েছে ঐতিহাসিক মুজিবনগর দিবস। এ উপলক্ষ্যে আজ সোমবার অপরাহ্নে বাংলাদেশ হাইকমিশন এক বিশেষ অনুষ্ঠান আয়োজন করে।
অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করে শোনানো হয়। তারপরে দিবসের তাৎপর্যের ওপর একটি ভিডিও চিত্র প্রদর্শন করা হয়।
এই বিশেষ আয়োজনে সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো: তৌহিদুল ইসলাম প্রথমেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।