শেরপুরে মাদক কারবারি আটক

0

শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার পলাশীকুরা গ্রাম থেকে ৬০ বোতল ভারতীয় মদসহ মো. আনিস নামে এক মাদক কারবারিকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। শনিবার ভোরে পলাশীপুরা গ্রামের হযরত মেম্বারের বাড়ির সামনে থেকে তাকে আটক করা হয়। 

আটকৃত মোঃ আনিস (৪৭) শেরপুর সদর উপজেলার নন্দী বাজার গ্রামের মৃত কাসেমের পুত্র। 
গোয়েন্দা পুলিশ সূত্র জানায়, কাশেম দীর্ঘদিন থেকেই মাদক চোরাকারবারির সাথে জড়িত রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে ওইদিন ভোরে এসআই মোর্শেদ আলম এর নেতৃত্বে পলাশিয়াকুরা গ্রামে অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি পিকআপ ভ্যান এর মাধ্যমে মাদকগুলো শেরপুর শহরে নিয়ে যাচ্ছিল। পরে ওই পিকআপ ভ্যান তল্লাশি করে ৬০ বদল ভারতীয় মদ আটক করা হয়। যাহার মূল্য ১ লক্ষ ৮০ হাজার টাকা। এ সময় মাদক কারবারি মোঃ আনিস কেও আটক করে গোয়েন্দা অফিসে আনা হয়। 

এ বিষয়ে গোয়েন্দা বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা সালেমুজ্জামান, এ ঘটনায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং আজ আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here