নারী আইপিএলের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স

0

মেয়েদের আইপিএলের তৃতীয় আসরে চ্যাম্পিয়ন হয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। গতকাল শনিবার (১৫ মার্চ) মুম্বাইয়ের ব্রাবোন স্টেডিয়ামে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়। ২০২৩ সালে প্রথম আসরেও দিল্লিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল মুম্বাই।

গতকালের ফাইনাল ম্যাচে টস জিতে মুম্বাই অধিনায়ক হারমানপ্রিত কউরকে ব্যাট করার আমন্ত্রণ জানান দিল্লি অধিনায়ক মেগ ল্যানিং। প্রথম ব্যাট করে ৭ উইকেট হারিয়ে ১৪৯ রান সংগ্রহ করে মুম্বাই ইন্ডিয়ান্স। জবাব দিতে নেমে দিল্লি ক্যাপিটালসের ব্যাটাররা নাটকীয় পরিস্থিতি সৃষ্টি করে। শেষ ওভারে গিয়ে দিল্লি হেরে যায় মাত্র ৮ রানের ব্যবধানে। 

এদিন টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় মুম্বাই। এরপর তৃতীয় উইকেটে ন্যাট শিভার ব্রান্ট এবং অধিনায়ক হারমানপ্রিত কউর মিলে গড়ে তোলেন ৮৯ রানের জুটি। এই জুটিই মূলত মুম্বাইয়ের জয়ের ভিত গড়ে দেয়। ২৮ বলে ৩০ রান করে আউট হন ন্যাট শিবার ব্রান্ট। ৪৪ বলে সর্বোচ্চ ৬৬ রান করেন অধিনায়ক হারমানপ্রিত কউর।

পরের ব্যাটাররা খুব বেশি কিছু করতে পারেননি। আমেলিয়া কের ২ রানে, সজিবান সাজানা শূন্য এবং গুনালান ১০ রান করে আউট হন। আমানজত কউর অপরাজিত থাকেন ১৪ রানে। মারিজানে কাপ ১১ রান দিয়ে নেন ২ উইকেট।

জবাব দিতে নেমে মারিজানে কাপের ২৬ বলে ৪০ রানের ঝোড়ো ইনিংস এবং জেমিমা রদ্রিগেজের ২১ বলে ৩০ রানের ওপর ভর করে জয়ের প্রায় কাছে চলে গিয়েছিলো দিল্লি ক্যাপিটালস। শেষ দিকে নিকি প্রাসাদ ২৩ বলে ২৫ রান করেও দলকে জেতাতে পারলেন না। দিল্লি ক্যাপিটালসে থেমে যায় ৯ উইকেট হারিয়ে ১৪১ রানে। ন্যাট শিবার ব্রান্ট নেন ৩ উইকেট।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here