এমবাপের জোড়া গোলে শীর্ষে রিয়াল মাদ্রিদ

0

কিলিয়ান এমবাপের জোড়া গোলে ভিয়ারিয়ালকে ২-১ গোলে পরাজিত করে লা লিগায় শীর্ষে ফিরেছে রিয়াল মাদ্রিদ।

শনিবার এস্তাদিও দে লা সিরামিকাতে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে স্বাগতিক ভিয়ারিয়াল। প্রথম উল্লেখযোগ্য সুযোগটি তারা পায় পঞ্চম মিনিটে, তবে আয়োসে পেরেসের শট থিবো কোর্তোয়া ঠেকিয়ে দেন। দুই মিনিট পর পেরেসের আরেকটি শট কর্নারের বিনিময়ে রক্ষা করেন কোর্তোয়া। 

কর্নার থেকে হুয়ান ফয়েথ কঠিন অবস্থান থেকে বাঁ পায়ে বল জালে পাঠান, এবং ভিয়ারিয়াল ১-০ ব্যবধানে এগিয়ে যায়। গোল খেয়ে রিয়াল আরও তৎপর হয়ে ওঠে, এবং ১৭ মিনিট পর এমবাপ্পে সমতা ফিরিয়ে আনেন। ব্রাহিম দিয়াজের শট ডিয়েগো কন্দে সেভ করলেও ফিরতি শটে গোল করেন এমবাপ্পে।

এর ছয় মিনিট পরই এমবাপ্পে তার দ্বিতীয় গোল করেন। লুকাস ভাসকেজের কাটব্যাক থেকে ডান পা দিয়ে লক্ষ্যভেদ করেন তিনি, এবং রিয়াল ২-১ গোলে এগিয়ে যায়। এটি ছিল চলতি মৌসুমে এমবাপ্পের ২০তম লিগ গোল। তিনি এখন বার্সেলোনার রবার্ট লেভানডোভস্কির চেয়ে এক গোল পিছিয়ে রয়েছেন।

রিয়ালের জয় নিশ্চিত করতে আনচেলত্তি পরবর্তীতে ভিনিসিয়ুস ও লুকা মদরিচকে মাঠে নামান, এবং তাদের উপস্থিতিতে রিয়াল ম্যাচের নিয়ন্ত্রণ পুনরায় হাতে নেয়।

বর্তমানে ২৮ ম্যাচে ১৮ জয় ও ৬ ড্রয়ে ৬০ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল মাদ্রিদ। দুই ম্যাচ কম খেলা বার্সেলোনা ৩ পয়েন্ট পিছিয়ে দুইয়ে রয়েছে। 

২৭ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আতলেতিকো মাদ্রিদ, এবং সমান ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে আতলেতিক বিলবাও। ভিয়ারিয়াল ৪৪ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here