চুয়াডাঙ্গায় অবহিতকরণ সভা

0

চুয়াডাঙ্গায় পরিবেশবান্ধব ও নিরাপদ কৃষিপণ্য উৎপাদনের লক্ষ্যে দুটি প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কোষাঘাটা গ্রামে অবস্থিত গো-গ্রিন সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহ জেলার পাঁচটি উপজেলায় এ প্রকল্প বাস্তবায়ন করা হবে।

সভায় সভাপতিত্ব করেন প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠান ওয়েভ ফাউন্ডেশনের উপদেষ্টা অধ্যাপক সিদ্দিকুর রহমান। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, ওয়েভ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মহসিন আলী, দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা তিথি মিত্র, দামুড়হুদা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নীলিমা আক্তার হ্যাপি ও দামুড়হুদা থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির।
সভায় বক্তারা বলেন, পরিবেশবান্ধব ও নিরাপদ খাদ্য উৎপাদন পদ্ধতি সম্প্রসারণকল্পে ‘এগ্রোইকোলোজিক্যাল লার্ণিং সেন্টার’ এবং টেকসই প্রবৃদ্ধির জন্য ভ্যালু চেইন উন্নত করতে ‘রিসার্চ ইফিসিয়েন্ট অ্যান্ড ক্লিনার প্রোডাকশন’ প্রতিষ্ঠার মাধ্যমে এ অঞ্চলে নিরাপদ কৃষির চর্চা শুরু হবে। পরবর্তিতে যার প্রভাব পরবে সারাদেশে। এর ফলে আমাদের দৈনন্দিন জীবনে নিরাপদ খাদ্য চর্চা জীবনমানকে ঝুঁকিমুক্ত করতে সহায়তা করবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here