ফরিদপুরে বিএনপির বিভাগীয় বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টায় শহরের অম্বিকা মেমোরিয়াল হলে এ সভাটি অনুষ্ঠিত হয়। ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির ফরিদপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক খোন্দকার মাশুকুর রহমান মাশুক, সেলিমুজ্জামান সেলিম, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আলহাজ্ব জহিরুল হক শাহজাদা মিয়া, জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা, সদস্য সচিব এ কে এম কিবরিয়া স্বপন, মহানগর বিএনপির আহ্বায়ক এএফএম কাইয়ুম জঙ্গিসহ ফরিদপুর বিভাগের বিএনপি ও সহযোগী সংগঠনের স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, দীর্ঘ ১৭ বছরের আন্দোলনে বিএনপির লক্ষ্য ছিল দেশে সুষ্ঠু নির্বাচন দিয়ে জনগণের সরকারকে ক্ষমতায় আনা। গত ৫ আগস্ট খুনি ও ফ্যাসিস্ট হাসিনা ও আওয়ামী লীগের পতনের মাধ্যমে সেই লক্ষ্যে পৌঁছানোর পথ সুগম হয়েছে। আর তাই দলের কোন নেতা-কর্মী যেন কোন অপকর্মে জড়িয়ে থাকতে না পারে, সেই ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে।
বক্তারা আরও বলেন, জাতীয় সংসদ নির্বাচন এ বছরের ডিসেম্বরেই হতে হবে।
বিডিপ্রতিদিন/কবিরুল