রাজনৈতিক দলগুলোর নেতাদের সঙ্গে বৈঠকে জাতিসংঘ মহাসচিব

0

রাজনৈতিক দলগুলোর নেতাদের সঙ্গে গোলটেবিল বৈঠকে বসেছেন বাংলাদেশে সফররত জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।

শনিবার দুপুর ১টার দিকে ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে এই বৈঠক শুরু হয়।

বৈঠকের নির্ধারিত সময়ের প্রায় আধা ঘণ্টা আগে থেকেই রাজনৈতিক নেতাদের বৈঠকস্থলে প্রবেশ করতে দেখা যায়। 

বৈঠকে অংশ নেওয়া রাজনীতিকদের মধ্যে রয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, জামায়াতে ইসলামের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং আমার বাংলাদেশ পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ।

আইন উপদেষ্টা আসিফ নজরুলও বৈঠকে যোগ দিয়েছেন। জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রীয়াজ, জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আবদুল মুয়ীদ চৌধুরী, পুলিশ সংস্কার কমিশনের প্রধান সফর রাজ হোসেন, নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার, দুদক সংস্কার কমিশনের প্রধান ইফতেখারুজ্জামানকেও বৈঠকে দেখা গেছে।

বিডি-প্রতিদি‌ন/বাজিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here