আল খুলুদের বিপক্ষে দাপুটে জয় পেল আল নাসর

0

ঘরের মাঠে আল খুলুদের বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে সৌদি ক্লাব আল নাসর। শুক্রবার (১৪ মার্চ) রাতে ম্যাচটি অনুষ্ঠিত হয়। এই জয়ের পরও অবশ্য সৌদি প্রো লিগে তিন নম্বর পজিশনে রয়েছে রোনালদোর দল।

আল খুলুদের বিপক্ষে জয়ের পর আল নাসরের পয়েন্ট ২৫ ম্যাচ শেষে ৫১। সমান ম্যাচে ৬১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আল ইত্তিহাদ। অর্থ্যাৎ শীর্ষে থাকা দলটির সঙ্গে ১০ পয়েন্টের ব্যবধান রোনালদোর ক্লাবের। ২৪ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে আল হিলাল।

আল খুলুদের বিপক্ষে ম্যাচে গোলের সূচনা করেন পর্তুগিজ সুপারস্টার রোনালদো। চতুর্থ মিনিটে গোল করেন তিনি। এ নিয়ে ফুটবল ক্যারিয়ারে মোট ৯২৮টি গোল করলেন সিআর সেভেন।

পরের দুটি গোলও হয় ম্যাচের প্রথমার্ধে। ২৬তম মিনিটে দলের দ্বিতীয় গোল করেন সাদিও মানে। এরপর ৪১তম মিনিটে তৃতীয় গোল করেন কলম্বিয়ান তারকা জন ডুরান। দ্বিতীয়ার্ধে গিয়ে আবার ১০ জনের দলে পরিণত হয় আল নাসর। ৫৬তম মিনিটে লাল কার্ড দেখে মাঠ থেকে বহিষ্কার হন নওয়াফ বউশাল। ম্যাচের ৭২তম মিনিটে আত্মঘাতী গোল করেন আল নাসরের আলি লাজামি। ফলে একটি গোল পরিশোধ হয় আল খুলুদের।

এদিন উয়েফা নেশন্স কাপের কোয়ার্টার ফাইনাল খেলার জন্য পর্তুগাল জাতীয় দলে ডাকা হয়েছে রোনালদোকে। ডেনমার্কের বিপক্ষে দুই লেগের ম্যাচ অনুষ্ঠিত হবে ২০ ও ২৩ মার্চ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here