ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকার মহিম স্কুল মার্কেটের ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলার ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ব্যবসায়ী নেতৃবৃন্দ। শনিবার বেলা ১২টায় স্কুল মার্কেটের দ্বিতীয় তলায় এ সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী কল্যান সরকার সুইট বলেন, গত ১৩ মার্চ দুপুরের দিকে জনৈক আফজাল হোসেন নামের এক ব্যক্তি আমাদের দোকান থেকে একটি হেলমেট কিনে নিয়ে যায়। পরবর্তীতে দোকানে এসে হেলমেট নেবে না বলে জানায়। হেলমেটের স্টিকারটি উঠিয়ে ফেলার কারনে হেলমেট ফেরত নেওয়া যাবেনা বলা হলে তিনি ক্ষিপ্ত হয়ে উঠেন। পরে ফোনে তার ছেলেকে খবর দেওয়া হলে আফজাল হোসেনের ছেলে সাকিব তার দলবল নিয়ে দোকানে এসে হামলা চালায়। এসময় তারা দোকানের বিভিন্ন মালামাল ভাযচুর করে। তারা দোকানে থাকা আমার বাবা কেশব লাল সরকার ও ছোট বাই হৃদয়কে ক্রিকেটের স্ট্যাম্প, লোহার রড দিয়ে এলোপাথারীভাবে পিটিয়ে জখম করে। বর্তমানে তারা হাসপাতালে ভর্তি রয়েছে। হামলাকারীরা দোকানের মালামাল তছনছ করাসহ ক্যাশ বাক্সে থাকা টাকা নিয়ে যায়। তিনি বলেন, সন্ত্রাসীরা দোকানের মালামাল ভেঙ্গে ক্ষতিসাধন করে।
হামলাকারীরা যাবার সময় বলে যায়, তারা আর দোকান খুলতে দেবে না, আর এ বিষয় নিয়ে বাড়াবাড়ি করলে আমাদের দেখে নেওয়া হবে। এ ঘটনায় কোতয়ালী থানায় একটি অভিযোগ দেওয়া হলেও ঘটনার সাথে জড়িত কাউকেও পুলিশ গ্রেফতার করতে পারেনি। কল্যান সরকার বলেন, আমরা এখন নিরাপত্তাহীনতায় ভুগছি। এখনো ব্যবসা প্রতিষ্ঠান কুলতে পারছিনা। আমরা প্রশাসনের কাছে সন্ত্রাসী হামলার সাথে যারা জড়িত রয়েছে তাদের গ্রেফতার করে শাস্তির আওতায় আনার দাবি জানাই। সংবাদ সম্মেলনে মহিম স্কুল মার্কেটের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।