দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা শনাক্তকরণ অঞ্চলে রুশ যুদ্ধবিমান

0

দক্ষিণ কোরিয়ার আকাশ প্রতিরক্ষা শনাক্তকরণ অঞ্চলে (কাদিজ) একাধিক রাশিয়ান যুদ্ধবিমান প্রবেশ করেছে। তবে তারা দক্ষিণ কোরিয়ার আকাশসীমা লঙ্ঘন করেনি।

শনিবার দি কোরিয়া হেরাল্ড এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অফ স্টাফ (জেসিএস) জানিয়েছে, যার ফলে দক্ষিণ কোরিয়া তাদের যুদ্ধবিমান পাঠাতে বাধ্য হয়েছে।

জেসিএস এক নোটিশে জানিয়েছে, রাশিয়ার সামরিক বিমানগুলো সকাল ৯টা ২০ মিনিটের দিকে ধারাবাহিকভাবে কাদিজে প্রবেশ করে এবং বিমান প্রতিরক্ষা অঞ্চলের পূর্ব ও উত্তরাঞ্চলে চলে যায়।
তবে তারা দক্ষিণ কোরিয়ার আকাশসীমা লঙ্ঘন করেনি।
 
জেসিএস জানিয়েছে, তারা কেএডিআইজেডে (কাদিজ) প্রবেশের আগেই রাশিয়ান বিমানগুলো শনাক্ত করেছিল এবং পরিস্থিতি মোকাবেলায় বিমানবাহিনীর জেটগুলো ঘটনাস্থলে প্রেরণ করেছিল।

সামরিক বাহিনী জানিয়েছে, প্রশিক্ষণের সময় এ ঘটনা ঘটেছে বলে প্রমাণিত হয়েছে। তাদের আকাশসীমা লঙ্ঘনের কোনো উদ্দেশ্য ছিল না।

বিমান প্রতিরক্ষা অঞ্চলটি আঞ্চলিক আকাশসীমা নয়, তবে দুর্ঘটনাজনিত সংঘর্ষ রোধ করার জন্য বিদেশি বিমানগুলো চিহ্নিত করা হয়।

সূত্র : দি কোরিয়া হেরাল্ড

বিডি-প্রতিদি‌ন/বাজিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here