‘ঢাকা গালা’ আবারও ফিরছে আরও বড় পরিসরে। আজ শনিবার রাজধানীর অভিজাত হোটেল ওয়েস্টিনের বলরুম ২ ও ৩-এ অনুষ্ঠিত হবে এই প্রিমিয়াম লাইফস্টাইল এক্সপো।
আয়োজকরা জানান, বিগত বছর বেগ এজওয়াটারে আয়োজিত প্রদর্শনীটির সফলতার পর এবার আরও বড় পরিসরে আয়োজন করা হচ্ছে এই ইভেন্ট। দেশসেরা ফ্যাশন, লাইফস্টাইল, বিউটি ও ফুড ব্র্যান্ডগুলো এতে অংশগ্রহণ করবে, যা ব্যবসায়ীদের জন্য একটি অভিজাত নেটওয়ার্কিং এবং বিক্রয় প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।
নিরাপত্তা ও ভেন্যু নির্বাচন : অংশগ্রহণকারী ও দর্শনার্থীদের জন্য নিরাপদ ও নিয়ন্ত্রিত পরিবেশ নিশ্চিত করতে ওয়েস্টিন ঢাকা-এর উন্নত নিরাপত্তা ব্যবস্থা, দর্শনার্থীদের উপস্থিতি ও আধুনিক সুযোগ-সুবিধার কারণে এটি আয়োজকদের প্রথম পছন্দ হয়েছে।
প্রদর্শনীর প্রধান আকর্ষণ ৫০টির বেশি দেশসেরা ব্র্যান্ড তাদের প্রিমিয়াম পণ্য প্রদর্শন করবে। যা উদ্যোক্তা, ব্যবসায়ী ও শিল্প নেতাদের জন্য নেটওয়ার্কিংয়ের সুযোগ তৈরি করবে। প্রদর্শনীটি সকাল ১০টা থেকে রাত ১২ অবধি চলবে, শেষ হবে আগামীকাল রবিবার।