‘পুঁজিবাজার উন্নয়নে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে’

0

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ বলেছেন, ‘পুঁজিবাজারের উন্নয়নে আমাদের সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে একত্রে কাজ করতে হবে। অর্থনীতির উন্নয়নে পুঁজিবাজারকে এগিয়ে নিতে হবে। রমজান আমাদের সংযমের যে শিক্ষা দিচ্ছে তা ব্যক্তি জীবনে কাজে লাগাতে হবে।’

শুক্রবার ঢাকা ক্লাবে ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরামের (সিএমজেএফ) ইফতার মাহফিলে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে বিএসইসি চেয়ারম্যান বলেন, ‘আমরা আমাদের জীবনে রমজানকে কাজে লাগাব। সংযমের সঙ্গে আমাদের জীবনকে সাজাতে হবে। রমজানের শিক্ষাকে যদি কাজে লাগাতে পারি তাহলে আমরা লাভবান হবো।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিএমজেএফের সভাপতি গোলাম সামদানী ভুইয়া। সিএমজেএফের সাধারণ সম্পাদক আবু আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) পরিচালনা পর্ষদের চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদ, বিএসইসির কমিশনার আলী আকবর, ডিবিএ সভাপতি সাইফুল ইসলাম, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান ড. মোমিনুল ইসলাম, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) চেয়ারম্যান এ কে এম হাবিবুর রহমান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইকোনমিক রিপোর্টার্স ফোরামের সাবেক সভাপতি শারমিন রিনভী, সিএমজিএফের সাবেক সভাপতি জিয়াউর রহমান ও তৌহিদুল ইসলাম মিন্টু, ডিএসইর পরিচালক মিনহাজ মান্নান ইমন ও  ডিএসইর সাবেক প্রেসিডেন্ট শাকিল রিজভী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here