কুষ্টিয়ায় চার বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্ত গ্রেফতার

0

কুষ্টিয়া দৌলতপুর উপজেলার মথরাপুর বড়বাজার আশ্রয় প্রকল্প এলাকায় চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে সাহাজুল ফকির (৫৫) নামের এক বৃদ্ধকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত পহেলা মার্চ দুপুরে শিশুটি তার বাড়িতে একা ছিল। এসময় একই গ্রামের সাহাজুল ফকির শিশুটিকে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করে। শিশুটি কান্নাকাটি শুরু করলে তার মা দ্রুত ঘটনাস্থলে এসে অভিযুক্তকে দেখে ফেলেন। এরপর সাহাজুল দ্রুত পালিয়ে যান। 

এ বিষয়ে বৃহস্পতিবার (১৩ মার্চ) রাতে স্থানীয়ভাবে মীমাংসা করার চেষ্টা করা হলেও শিশুটির বাবা আপস করতে রাজি হননি। পরে ঘটনাটি জানাজানি হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটির বাবা ও অভিযুক্ত সাহাজুলকে থানায় নিয়ে আসে। 

পরে শিশুটির বাবা রাতেই থানায় মামলা দায়ের করলে পুলিশ অভিযুক্ত সাহাজুল ফকিরকে গ্রেফতার করে এবং শুক্রবার (১৪ মার্চ) তাকে কারাগারে পাঠানো হয়। 

স্থানীয় একাধিক জনের সাথে কথা বলে জানা যায়, অভিযুক্ত সাহাজুল পেশায় রাজমিস্ত্রি। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা বলেন, অভিযুক্ত সাহাজুল ফকিরকে গ্রেফতার করা হয়েছে এবং তাকে কারাগারে পাঠানো হয়েছে। এছাড়া শিশুটি আদালতে জবানবন্দি দিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here