নওগাঁর বদলগাছীতে সামাজিক সেচ্ছাসেবী সংগঠন প্রত্যাশা ক্লাবের উদ্বোধন উপলক্ষে দুস্থ ও অসহায় মানুষদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১৪ মার্চ) উপজেলার মিঠাপুর ইউনিয়নের ইসমাইলপুর গ্রামে প্রত্যাশা ক্লাবের উদ্বোধন করা হয়। সামাজিক সেচ্ছাসেবী সংগঠন প্রত্যাশা ক্লাবের উদ্বোধন উপলক্ষে অসহায় দুস্থ ১০০ পরিবারের মাঝে এক কেজি চাল, এক কেজি সয়াবিন তেল, এক কেজি ছোলা, এক কেজি সেমাই, এক কেজি চিনি, এক লিটার দুধসহ বিভিন্ন ঈদ উপহার সামগ্রী দেওয়া হয়।
ক্লাবের উদ্বোধন ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও বদলগাছী উপজেলা বিএনপির সভাপতি ফজলে হুদা বাবুল।
প্রধান অতিথির বক্তব্যে ফজলে হুদা বাবুল বলেন, আজকের এই ক্লাবটি উদ্বোধন হলো। আমার চাওয়া সব সময় যেন দুস্থ ও অসহায় মানুষের কল্যাণে কাজ করতে পারে ক্লাবটি। যেন সব সময় নির্যাতিত মানুষের পাশে দাঁড়াতে পারে।
এসময় অন্যান্যদের মধ্যে মিঠাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মীর মহিউদ্দিন চৌধুরী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুনুর রশীদ, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক, বদলগাছী ইউনিয়ন যুবদলের সভাপতি রবিউল হাসান, প্রত্যাশা ক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম, উপদেষ্টা রেজাউন নবী স্যান্ডেসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।