দর্শনায় বোমাসদৃশ বস্তুর সন্ধান

0

চুয়াডাঙ্গার দর্শনায় একটি বোমাসদৃশ বস্তুর সন্ধান পাওয়া গেছে। এ নিয়ে গত এক মাসে দর্শনা এলাকায় ১৩টি বিস্ফোরক পাওয়া গেল। শুক্রবার সকালে দর্শনার মা ও শিশু হাসপাতালের পিছনে বোমাসদৃশ বস্তুটিন সন্ধান মেলে। লাল টেপ দিয়ে মোড়ানো বস্তুটি দেশে দর্শনা থানায় খবর দেয় স্থানীয়রা।

দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদ তিতুমীর জানান, একটি বোমাসদৃশ বস্তু পাওয়া গেছে। নিরাপত্তার জন্য এলাকাটি ঘিরে রাখা হয়েছে। পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে এটি বোমা নাকি অন্যকিছু।

প্রসঙ্গত, গত ১৩, ১৫ ও ১৬ ফেব্রুয়ারি দর্শনা কেরু চিনিকল এলাকা থেকে পৃথকভাবে ৬টি বোমা উদ্ধার করা হয়। এর পরদিনই দর্শনা পৌর এলাকার ঈশ্বরচন্দ্রপুর গ্রাম থেকে আরও ৭টি বোমা উদ্ধার করা হয়, যার মধ্যে একটি বিস্ফোরিত হয়। পরে র‌্যাব ও সেনাবাহিনীর বোম ডিসপোজাল ইউনিট এগুলো নিষ্ক্রিয় করে। এ ঘটনায় কেরু চিনিকল কর্তৃপক্ষ প্রথক দুটি মামলা দায়ের করেছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here