মুন্সিগঞ্জে যুবদল নেতা শান্ত ‘হত্যা’ মামলার আসামি বশির গ্রেফতার

0

মুন্সিগঞ্জে জেলা যুবদলের যুগ্ম-আহবায়ক আবু ইলিয়াস শান্ত সরকার (৩৬) হত্যা মামলার আসামি বশিরকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। 

আজ শুক্রবার ভোর রাতে মুন্সিগঞ্জ সদর উপজেলার আধারা ইউনিয়নের বকচর মেঘনা নদী থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করে চর আব্দুল্লাহ নৌ পুলিশ। আসামি বশির বকচর এলাকার মুলকচান ফকিরের ছেলে। সে গত বছরের ১০ নভেম্বর মুন্সিগঞ্জ সদর থানায় দায়েরকৃত মামলার এজাহারভুক্ত ৬ নং আসামি। 

মামলার বাদী গুরুতর আহত শাহাদাতের চাচাতো ভাই শামীম। বিষয়টি নিশ্চিত করেন চর আব্দুল্লাহ নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আতাউর রহমান। 

এর আগে গত ১ নভেম্বর শুক্রবার রাতে মুন্সিগঞ্জ সদর উপজেলার জাজিরা-বকচর সংলগ্ন মেঘনা নদীতে মাছ ধরার ট্রলার ও স্পিড বোটের সংঘর্ষে যুবদল নেতা শান্ত আহমেদের (৩৫) রহস্যজনক মৃত্যু হয়। নিহতের পরিবারের দাবি পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে তাকে। আহত হয় শামীম হোসেনসহ ৪ জন। গত বছরের ১০ নভেম্বর মুন্সিগঞ্জ সদর থানায় ট্রলারে থাকা হোসেনকে প্রধান আসামি করে ৬ জনের বিরুদ্ধে আরেকটি মামলা করেন ওই ঘটনায় আহত শাহাদাৎ হোসেনের চাচাতো ভাই শামীম। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here