চাঁপাইনবাবগঞ্জে কলেজ শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

0

প্রাইভেট পড়তে ডেকে এক কলেজ ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে নবাবগঞ্জ সিটি কলেজের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক মোয়াজ্জেম হোসেন চন্দনের বিরুদ্ধে। এই সংক্রান্ত তার একটি অশ্লীল ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনার পর থেকে ওই শিক্ষক আত্মগোপনে রয়েছেন।

এদিকে, বিষয়টির তদন্তের জন্য ৪ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করেছে কলেজ কর্তৃপক্ষ। একদিনের মধ্যে  প্রতিবেদন দাখিলের কথা রয়েছে তদন্ত কমিটির।

ফাঁস হওয়া ১২ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা গেছে, কলেজ শিক্ষক চন্দন অনৈতিক কাজ করছেন এবং সম্ভবত ভিডিওটি ওই শিক্ষার্থী নিজেই ধারণ করেছেন।

অভিযোগের বিষয়ে জানতে নবাবগঞ্জ সিটি কলেজের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক মোয়াজ্জেম হোসেন চন্দনের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তার ব্যবহৃত ফোন নম্বরটি বন্ধ পাওয়া যায়।

তবে নবাবগঞ্জ সিটি কলেজের অধ্যক্ষ তরিকুল ইসলাম সিদ্দিকী নয়ন বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, একজন কলেজ শিক্ষক যে ঘটনা ঘটিয়েছে তা অত্যন্ত লজ্জার। এই ঘটনার পর কলেজের অন্যান্য শিক্ষকরাও বিব্রতকর অবস্থায় পড়েছেন। কলেজ কর্তৃপক্ষ ৪ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিডিপ্রতিদিন/কবিরুল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here