সিরাজগঞ্জে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

0

সিরাজগঞ্জের রায়গঞ্জে ৯ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে নির্যাতিত শিশুটির বাবা বাদী হয়ে মোহাম্মদ আলী নামে ১৫ বছর বয়সী এক কিশোরকে আসামি করে রায়গঞ্জ থানায় মামলা করেন। এর আগে রবিবার সকালে উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের নাড়ুয়া এলাকায় এ ধর্ষণের ঘটনা ঘটে।

শিশুটি স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী। অভিযুক্ত মোহাম্মদ আলী নাড়ুয়া গ্রামের আব্দুল আলীমের ছেলে।

শিশুটির মা ও নানী জানান, নাড়ুয়া গ্রামের আব্দুল আলীমের বাড়িতে শিশু যত্ন কেন্দ্র রয়েছে। রবিবার সকালে সেখানে ছোট ভাই-বোনকে রেখে আসতে যায় নির্যাতিত শিশুটি। এসময় আব্দুল আলীমের ছেলে মোহাম্মদ আলী শিশুটিকে কৌশলে নিজ ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করে। তখন শিশুটি অসুস্থ হয়ে পড়ে। পরে তার মাথায় পানি ঢেলে সুস্থ করে বাড়িতে পাঠিয়ে দেয়। বিকালে অসুস্থ হয়ে পড়ার পর শিশুটি ধর্ষণের বিষয়টি জানায়। পরদিন স্বজনেরা তাকে সিরাজগঞ্জ শহরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে চিকিৎসক দেখিয়ে  বাড়িতে নিয়ে আসেন। কিন্তু তার অবস্থা ক্রমেই অবনতির দিকে যাওয়ায় বুধবার রাতে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক রায়হান খন্দকার জানান, বর্তমানে শিশুটি আশঙ্কামুক্ত হলেও তবে মানসিকভাবে সুস্থ নয়। ধর্ষণের বিষয়টি নিশ্চিত হতে পরীক্ষা-নিরীক্ষার পর তা ল্যাবে পাঠানো হয়েছে।

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, ধর্ষণের ঘটনায় বৃহস্পতিবার রাতে শিশুটির বাবা বাদী হয়ে মামলা করেছেন। অভিযুক্ত আসামিকে গ্রেফতারে অভিযান চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here