কুড়িগ্রামে তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার শীর্ষক প্রস্তাবিত প্রকল্পের ওপর অংশীজনদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ডেপুটি কমিশনার সম্মেলন কক্ষে ডেপুটি কমিশনার নুসরাত সুলতানার সভাপতিত্বে উপস্থিত ছিলেন পাউবোর রংপুর জোনের প্রধান প্রকৌশলী মাহবুবুর রহমান, পাউবোর রংপুর সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহসান হাবিব, পাওয়ার চায়নার প্রতিনিধি কনসালটেন্ট মকবুল হোসেন ও কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসানসহ বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।
এছাড়াও রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ সোহেল হোসাইন কায়কোবাদ, জেলা জামায়াতে ইসলামীর আমির আব্দুল মতিন ফারুকী, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম বেবু।
সভায় রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙা ইউনিয়নের স্থানীয় বাসিন্দা শহিদুল ইসলাম বলেন, আমরা আর কত দিন এই তিস্তা নদীর ভাঙনে ক্ষয়ক্ষতির শিকার হবো? এই মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের জন্য আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।
বিডিপ্রতিদিন/কবিরুল