ভারতে স্টারলিংক, কংগ্রেসের নিশানায় মোদি

0

স্টারলিংক নিয়ে ভারতে শুরু হয়েছে বিতর্ক। দেশটির বিরোধীদের দাবি, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে ঘেঁষতেই ইলন মাস্কের স্টারলিংককে ভারতে নিয়ে আসার পরিকল্পনা করেছেন নরেন্দ্র মোদী। 

সম্প্রতি দুই ভারতীয় টেলিকম সংস্থা এয়ারটেল এবং জিয়োর সঙ্গে চুক্তি হয় স্টারলিংকের। যদিও ওই চুক্তির বাস্তবায়ন এখনও অনুমোদন সাপেক্ষ। ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের দাবি, মোদী নিজে এই গাঁটছড়া বাঁধার পরিকল্পনা করেছেন। ইলনের মালিকানাধীন স্টারলিংকের মাধ্যমে ট্রাম্পের কাছে সুনাম অর্জনের জন্যই তিনি এটি করেছেন। পাশাপাশি কংগ্রেস জাতীয় নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলেছে কংগ্রেস।

কংগ্রেসের সাধরণ সম্পাদক জয়রাম রমেশের বক্তব্য, মাত্র ১২ ঘণ্টার মধ্যে এয়ারটেল এবং জিয়ো উভয় সংস্থাই স্টারলিংকের সঙ্গে গাঁটছড়া ঘোষণা দিলো। তার দাবি, আগে স্টারলিংকের ভারতে আসা নিয়ে আপত্তি ছিল সংস্থাগুলির। সেই সব আপত্তি সরিয়ে রেখে কী ভাবে এটি সম্ভব হল, তা নিয়ে প্রশ্ন কংগ্রেস নেতার। জয়রামের অভিযোগ, এটি স্পষ্ট যে এই গাঁটছড়া আর কেউ নয়, মোদি নিজেই পরিকল্পনা করেছেন। স্টারলিঙ্কের কর্তা ইলন মাস্কের মাধ্যমে তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে সুনাম অর্জনের চেষ্টা করছেন

সামাজিক যোগাযোগ মাধ্যমে জয়রামের প্রশ্ন, জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে প্রয়োজন হলে, ইন্টারনেট সংযোগ চালু বা বন্ধ করার ক্ষমতা কার হাতে থাকবে? সেটি কি স্টারলিংকের হাতে থাকবে নাকি ভারতীয় সংস্থার হাতে থাকবে? কৃত্রিম উপগ্রহ নির্ভর পরিষেবা প্রদানকারী অন্য সংস্থাগুলিকেও কি এর অনুমতি দেওয়া হবে? কিসের ভিত্তিতে তা দেওয়া হবে?”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here