বাগেরহাটে ডিবি পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৬০০ পিস ইয়াবাসহ মো. হালিম মৃধা (৪৫) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে। সোমবার রাত দুইটার দিকে বাগেরহাট কেন্দ্রীয় বাস টার্মিনালে অভিযান চালিয়ে হালিম মৃধাকে আটক করে ডিবি পুলিশ। আটক হালিম মৃধা বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার পায়লাতলা গ্রামের ধলু মৃধার ছেলে।
বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেলের প্রধান সমন্বায়ক পুলিশ পরিদর্শক এস এম আশরাফুল ইসলাম জানান, কক্সবাজার থেকে ইয়াবার একটি বড় চালান বাগেরহাটে আসছে- এমন খবর আসে জেলা পুলিশের কাছে। এমন খবরের ভিত্তিতে জেলা ডিবি পুলিশের একটি দল সোমবার দিবারাত রাত দুইটার দিকে বাগেরহাট কেন্দ্রীয় বাস টার্মিনালে অভিযান চালিয়ে হালিম মৃধাকে আটক।