বিদেশের মাটিতে মেহজাবীনের ‘সাবা’র জয়রথ ছুটছেই

0

বিদেশের মাটিতে মেহজাবীন চৌধুরীর ‘সাবা’ সিনেমার জয়রথ ছুটছেই। এবার বেঙ্গালুরু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এশিয়ান সিনেমা প্রতিযোগিতা বিভাগে তৃতীয় পুরস্কার পেয়েছে ‘সাবা’।

পুরস্কার পাওয়ার খবরে উচ্ছ্বাস প্রকাশ করে সিনেমার নির্মাতা মাকসুদ হোসাইন বলেন, ভারতের ১৬তম বেঙ্গালুরু চলচ্চিত্র উৎসবে এশিয়ান অনেকগুলো সিনেমার সঙ্গে প্রতিযোগিতা করেছে ‘সাবা’ সিনেমাটি। সেখানে এমন পুরস্কার পাওয়াটা অনেক সম্মানের। এই অর্জনের আনন্দ অন্যরকম।  পুরস্কার পাওয়ার খবর ফেইসবুকে পোস্ট করে মেহজাবীন লিখছেন, “সাবা টিমের সবাইকে অভিনন্দন।

বেঙ্গালুরু চলচ্চিত্র উৎসবে এশিয়ান সিনেমা বিভাগে সেরা সিনেমা হিসেবে পুরস্কার জিতেছে ইরানের ‘ইন দ্য ল্যান্ড অব ব্রাদার্স, দ্বিতীয় পুরস্কার পেয়েছে ইসরায়েলের ‘রিডিং ললিতা ইন তেহরান’।

সম্প্রতি বার্লিন চলচ্চিত্র উৎসবের বার্লিনাল ট্যালেন্টসে অংশ নিয়ে দেশে ফিরেছেন ‘সাবা’ সিনেমার নির্মাতা হোসাইন। পুরস্কার প্রাপ্তির পাশাপাশি এখন পর্যন্ত আটটি চলচ্চিত্র উৎসবে ‘সাবা’ ‘প্রশংসিত’ হয়েছে বলে জানিয়েছেন তিনি। এছাড়াও জাপানের ওসাকা এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালের ২০তম আসরে প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়েছে সিনেমাটি। যে উৎসব শুরু হবে আগামী ১৯ মার্চ।

হোসাইন জানিয়েছেন, জাপানের এই উৎসবে ‘সাবা’ সিনেমার জার্নি নিয়ে একটি সিম্পোজিয়াম বা বিশেষ আলাপচারিতার আয়োজন করা হয়েছে। সেখানে অংশ নিতে ১৯ মার্চ জাপানে পৌঁছাবেন তিনি৷ উৎসবে সিনেমাটির দুইটি প্রদর্শনী রয়েছে।

‘সাবা’ সিনেমার মুক্তি নিয়ে এই পরিচালক বলেন, ‘সাবা’ আরও কয়েকটি চলচ্চিত্র উৎসবে অংশ নেওয়ার কথা রয়েছে। যেহেতু এটা ঈদকেন্দ্রিক সিনেমা না, তাই চলতি বছরের জুন বা জুলাইয়ে দেশের দর্শকদের সিনেমাটি দেখানোর ইচ্ছে রয়েছে।

‘সাবা’ সিনেমার গল্প সাবা এবং তার মাকে কেন্দ্র করে। মা-মেয়ের সম্পর্কের মধ্যে আবির্ভাব ঘটে অঙ্কুর নামের এক তরুণের, যাকে কেন্দ্র করে সাবার জীবনের বাঁক বদল হয়। সিনেমায় সাবা হয়েছেন মেহজাবীন, তার মা শিরিনের চরিত্রটি রোকেয়া প্রাচী করেছেন। অঙ্কুর চরিত্রে অভিনয় করেছেন মোস্তফা মনোয়ার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here