সিরাজগঞ্জের বেলকুচি পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সোহাগপুর নতুনপাড়া আলহাজ সিদ্দিক উচ্চ বিদ্যালয় মাঠে ইফতার মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়।
পৌর বিএনপির সাবেক আহ্বায়ক হাজী আলতাফ হোসেন প্রামানিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আমিরুল ইসলাম খাঁন আলীম।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বেলকুচি উপজেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মন্ডল, বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাজী জামাল উদ্দিন ভূঁইয়া, সাবেক সদস্য সচিব মো. বনি আমিন ও সাবেক যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ আ. মান্নান সরকার, যুবদলের আহ্বায়ক শামীম সরকার ও ছাত্রদলের সদস্য সচিব রিজন সরকার প্রমুখ।
দোয়া মাহফিলে বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া রোগমুক্তি কামনা করে বিশেষ দোয়া করা হয়। অনুষ্ঠানে কয়েকজ হাজার বিএনপি নেতাকর্মী অংশগ্রহণ করেন।