অন্তর্বর্তী সরকারের সময়েই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি

0

অন্তর্বর্তী সরকারের সময়েই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরুর দাবি জানানো হয়েছে। আজ বুধবার দুপুরে নীলফামারী জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে
‘তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার’ শীর্ষক মতবিনিময় সভায় এই দাবি জানানো হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামানের সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য দেন পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী মাহবুবুর রহমান।

সভায় বক্তারা বলেন, প্রকল্পটি বাস্তবায়ন হলে নীলফামারী, কুড়িগ্রাম, লালমনিরহাট, রংপুর ও গাইবান্ধা জেলার আমূল পরিবর্তন ঘটবে। প্রকল্পের আওতায় গ্রোয়েন নির্মাণ এবং তীর প্রতিরক্ষা কাজের মাধ্যমে নদী ভাঙ্গণরোধ, বাঁধ নির্মাণ ও মেরামত কাজের মাধ্যমে বন্যা ঝুঁকি হ্রাস, ড্রেজিংয়ের মাধ্যমে নদীর প্রবাহ নিয়ন্ত্রণ ও নদী পুনরুদ্ধার, ড্রেজিংয়ের মাধ্যমে শাখা নদীগুলোর নাব্যতা রক্ষাসহ নদী সমূহে শুষ্ক মৌসুমে পানি সংরক্ষণ পূর্বক প্রকল্প এলাকায় পরিবেশের ভারসাম্য রক্ষা হবে।

সভায় প্রকল্পের লক্ষ্যওে উদ্দেশ্য উপস্থাপন করেন পাওয়ার চায়না প্রকল্পের প্রতিনিধি মকবুল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন প্রকল্পের ডেপুটি কান্ট্রি ম্যানেজার হান কান।

আরও বক্তব্য দেন জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল আলম, রিভাইন পিপল’র চেয়ারম্যান সহকারী অধ্যাপক তুহিন ওয়াদুদ সভায় ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here