২০২৭ বিশ্বকাপেও রোহিতকে নেতৃত্বে চান পন্টিং?

0

চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর প্রেস কনফারেন্সে রোহিত শর্মার মন্তব্যে স্পষ্ট, আপাতত অবসর নিচ্ছেন না তিনি। তবে কবে নাগাদ নিবেন সেটা স্পষ্ট করেননি ভারতীয় অধিনায়ক। ধারণা করা হচ্ছে ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত খেলবেন তিনি।

এবার অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং আশা করছেন রোহিত ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে ভারতকে নেতৃত্ব দেবেন।

আইসিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে পন্টিং বলেন, ‘এই পর্যায়ে এসে সবাই আপনার অবসর নেওয়ার অপেক্ষায় থাকে। কিন্তু আপনি যদি এখনো সেরা খেলোয়াড়দের একজন হয়ে থাকেন, তাহলে অবসরের দরকার কী? আমার মনে হয়, রোহিতের মাথায় ২০২৩ বিশ্বকাপ ফাইনালের হার এখনো ঘুরছে। তিনি চাইবেন আরেকবার সুযোগ নিতে, আইসিসি হোয়াইট-বল ট্রেবল (ওয়ানডে বিশ্বকাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ ও চ্যাম্পিয়নস ট্রফি) সম্পন্ন করতে।’

এদিকে, জিয়োহটস্টারে দেওয়া এক সাক্ষাৎকারে ২০২৭ বিশ্বকাপে খেলার কথা সরাসরি নিশ্চিত করেননি রোহিত, ‘আমি বর্তমানে এক ধাপ করে এগোতে চাই। ভবিষ্যৎ নিয়ে এখনই বেশি ভাবতে চাই না। এটা বলা ঠিক হবে না যে আমি খেলব বা খেলব না। আমি আমার ক্রিকেট উপভোগ করছি, দলকে নেতৃত্ব দিতে ভালোবাসি। এখন শুধু এটুকুই গুরুত্বপূর্ণ।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here