নতুন মামলায় গ্রেফতার দেখানো হলো সালমান-আতিকুল-মহিবুলকে

0

বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে হত্যা ও হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় ফ্যাসিস্ট শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান, ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম এবং বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মো. মহিবুল হককে গ্রেফতার দেখানো হয়েছে।

বুধবার শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদ তাদের গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

এর আগে তাদের কারাগার থেকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এ সময় মামলার তদন্তকারী কর্মকর্তারা তাদের এসব মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদ তাদের এসব মামলায় গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন। এরপর তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

ভাটারা থানার হত্যা মামলায় সালমান এফ রহমান ও আতিকুল ইসলামকে গ্রেফতার দেখানো হয়। অন্যদিকে, তেজগাঁও থানার একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে মুহিবুল হককে।

প্রসঙ্গত, গত বছরের ১৩ আগস্ট গোপন তথ্যের ভিত্তিতে নৌপথে পালিয়ে যাওয়ার সময়ে রাজধানীর সদরঘাট এলাকা থেকে সালমান এফ রহমানকে গ্রেফতার করে পুলিশ। গত ১৬ অক্টোবর আতিকুলকে রাজধানীর মহাখালী ডিওএইচএস এলাকা থেকে গ্রেফতার করা হয়। এছাড়াও গত ২০ নভেম্বর রাতে রাজধানীর মহাখালীর ডিওএইচএস থেকে মহিবুলকে গ্রেফতার করে পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here