রাফিনিয়া-ইয়ামাল দারুন নৈপুণ্যে কোয়ার্টারে বার্সেলোনা

0

মৌসুম জুড়ে দারুণ ছন্দে থাকা রাফিনিয়া আরও একবার জ্বলে উঠলেন। বেনফিকার বিপক্ষে দুই গোল করে দলের জয়ে রাখলেন বড় অবদান। চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ফিরতি লেগে মঙ্গলবার (১১ মার্চ) রাতে বেনফিকাকে ৩-১ গোলে হারিয়ে দুই লেগ মিলিয়ে ৪-১ গোলের অগ্রগামিতায় কোয়ার্টার-ফাইনালে ওঠে বার্সেলোনা।

ঘরের মাঠে একাদশ মিনিটে গোল করে দলকে এগিয়ে নেন রাফিনিয়াই। ২৭তম মিনিটে লামিনে ইয়ামালের চমৎকার গোলে অবদান রাখেন তিনি। পরে ৪২তম মিনিটে করেন নিজের দ্বিতীয় গোল। এদিন দলের সঙ্গে যোগ দিতে দেরি হয়েছিল রাফিনিয়ার। কারণটা জানা গেল ম্যাচ শেষে। ইনস্টাগ্রাম পোস্টে তার স্ত্রী নাতালিয়া রদ্রিগেস জানান, সকালে তাদের সন্তানের সঙ্গে হাসপাতালে ছিলেন তার স্বামী।

নাতালিয়া রদ্রিগেস পোস্টে লেখেন- “তোমার জন্য আমি খুবই গর্বিত, আমার ভালোবাসা। তুমি খুব সকাল থেকে আমাদের সন্তানের সঙ্গে হাসপাতালে ছিলে, তবু তুমি আবারও তোমার কাজ দুর্দান্তভাবে করতে পেরেছো। তুমি একজন অসাধারণ বাবা ও একজন সত্যিকারের পেশাদার! আমরা তোমাকে ভালোবাসি।”

১০ ম্যাচে ১১ গোল করে এবারের চ্যাম্পিয়ন্স লিগের সর্বোচ্চ গোলদাতা রাফিনিয়া। আসরে বেনফিকার বিপক্ষে তিন ম্যাচে তার গোল ৫টি। প্রথম পর্বে জোড়া গোলের পর শেষ ষোলোর ফিরতি লেগে তার একমাত্র গোলেই লিসবন থেকে জয় নিয়ে ফিরেছিল হান্সি ফ্লিকের দল।

১১ গোলের সঙ্গে ৫টি অ্যাসিস্টও আছে রাফিনিয়ার। ইউরোপ সেরার প্রতিযোগিতাটির এক আসরে বার্সেলোনার হয়ে তার চেয়ে বেশি গোলে সম্পৃক্ত থাকতে পেরেছেন কেবল কিংবদন্তি লিওনেল মেসি (২০১১-১২ মৌসুমে ১৪ গোল ও ৫ অ্যাসিস্ট)।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here