সুদানের সেনাবাহিনী এবং প্যারা মিলিটারি বাহিনীর মধ্যে সংঘর্ষে উভয়পক্ষের কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা নিহত হয়েছেন। আল আরাবিয়ার প্রতিনিধি এই তথ্য জানিয়েছেন।
খবর অনুসারে, রবিবার সকাল পর্যন্ত উভয়পক্ষের চারজন জ্যেষ্ঠ কর্মকর্তা নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন উত্তর দারফুর আরএসএফ সেক্টর কমান্ডার মেজর জেনারেল আল-নূর আল-বাকা, পশ্চিম দারফুরের সেক্টর কমান্ডার মেজর জেনারেল আবু সোউক, সুদানের সেনাবাহিনীর জেনারেল কমান্ড বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল জামাল জাবের এবং জাবাল আউলিয়া সেনা ঘাঁটির সেনা কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মুতাওয়াক্কিল সিদ্দিক।
গত শনিবার সুদানের সেনাবাহিনী এবং প্যারা মিলিটারি বাহিনীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। এই সংঘর্ষে এখন পর্যন্ত শতাধিক বেসামরিক নাগরিক নিহত হয়েছে।
২০২১ সালে সুদানে সেনা অভ্যুত্থান হয়। এরপর দেশটি বেসামরিক শাসনে ফেরার উদ্যোগ নিয়েছে। এটা সামনে রেখে দুই বাহিনী মূলত ক্ষমতা নিয়ে সংঘর্ষে জড়িয়েছে।