প্রতিদিন চাকরি ছাড়ছে ৫৫ জন, গৃহকর্মী সংকটে কুয়েত

0

কুয়েতের বাসিন্দারা গৃহকর্মী সংকটে পড়েছেন। দেশটির কর্তৃপক্ষ জানায়, গত ১৮ মাসে ৩০ হাজারের বেশি গৃহকর্মী চাকরি ছেড়েছেন। অর্থাৎ, প্রতিদিন গড়ে ৫৫ জন গৃহকর্মী চাকরি ছেড়ে দিচ্ছেন।

কুয়েতের পাবলিক অথরিটি ফর সিভিল ইনফরমেশন (পিএসিআই)-এর পরিসংখ্যান অনুসারে, ২০২৪ সালের ডিসেম্বরের শেষে গৃহকর্মীর সংখ্যা কমে ৭ লাখ ৮০ হাজার ৯৩০ জনে নেমে এসেছে, যা ২০২৩ সালের মাঝামাঝিতে ছিল ৮ লাখ ১১ হাজার ৩০৭ জন।

গৃহকর্মী সংকটের কারণ কী?
কর্মকর্তারা বলছেন, বিদেশি শ্রম সংক্রান্ত নিষেধাজ্ঞা, উপসাগরীয় অঞ্চলে শ্রম চাহিদার বৃদ্ধি এবং কুয়েতের অভ্যন্তরীণ প্রবণতার পরিবর্তনের ফলে এই সংকট দেখা দিয়েছে। নিয়োগ চ্যালেঞ্জ ও আঞ্চলিক প্রতিযোগিতা বৃদ্ধির কারণে সংকট আরও তীব্র হচ্ছে।

কেন কমছে গৃহকর্মীর সংখ্যা?
গৃহকর্মী নিয়োগ অফিসের কর্মকর্তা হামাদ আল আলি জানান, কর্মীদের ওপর প্রি-অ্যারাইভাল ফি আরোপের কারণে এশিয়ার বেশ কয়েকটি দেশ কুয়েতে শ্রম রপ্তানি কমিয়ে দিয়েছে।

তিনি আরও বলেন, ফিলিপাইন থেকে আসা গৃহকর্মীদের নথিভুক্ত করার জটিলতাও এই সংকটে ভূমিকা রেখেছে। সাম্প্রতিক বছরগুলোতে শ্রম সংক্রান্ত বিরোধের ফলে দেশটি থেকে গৃহকর্মী সরবরাহ ব্যাহত হয়েছে।

কুয়েতিদের নির্ভরতা কমছে গৃহকর্মীর ওপর
হামাদ আল আলি বলেন, কিছু ‘হাই-প্রোফাইল’ অপরাধের ঘটনায় শ্রমিকদের বিরুদ্ধে অভিযোগ ওঠার পর বেশ কিছু কুয়েতি পরিবার গৃহকর্মীর ওপর নির্ভরতা কমিয়ে দিয়েছে।

এ ছাড়া, কিছু নির্দিষ্ট জাতীয়তার ওপর কুয়েতের নিষেধাজ্ঞা আরও কঠোর হওয়ায় শ্রম সরবরাহের সংকট আরও গভীর হয়েছে।

সংকট নিরসনে কী করছে কুয়েত?
গৃহকর্মীর সংখ্যা কমলেও দেশটিতে এখনো প্রায় ৪৫০টি লাইসেন্সপ্রাপ্ত গৃহকর্মী নিয়োগ প্রতিষ্ঠান রয়েছে। তবে, ক্রমবর্ধমান সীমাবদ্ধতার কারণে অনেক প্রতিষ্ঠানই চাহিদা পূরণে হিমশিম খাচ্ছে।

অন্যদিকে, প্রতিবেশী উপসাগরীয় দেশগুলোর শ্রম বাজার আরও প্রতিযোগিতামূলক হওয়ায় কুয়েতের গৃহকর্মীরা ভালো চাকরির সুযোগ ও উন্নত কর্মপরিবেশের খোঁজে অন্য দেশে চলে যাচ্ছেন।

ভবিষ্যৎ পরিস্থিতি কেমন হতে পারে?
কর্তৃপক্ষের মতে, যদি নিয়োগ নীতিতে পরিবর্তন আনা না হয় বা আন্তর্জাতিক চুক্তির ব্যবস্থা না করা হয়, তাহলে এই ঘাটতি অব্যাহত থাকবে। এতে গৃহস্থালি শ্রম ঘাটতি ও পরিচর্যা খাতে অর্থনৈতিক নেতিবাচক প্রভাব পড়তে পারে।

সূত্র: টাইমস কুয়েত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here