নিউ সুপার মার্কেটে অগ্নিকাণ্ড: ২৭ জিডি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের

0

রাজধানীর ঢাকা নিউ সুপার মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় রিপোর্ট লেখা পর্যন্ত ২৭টি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

রাজধানীর নিউ মার্কেট থানায় এই জিডিগুলো হয়েছে। থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল গনি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি আরও বলেন, রবিবার সন্ধ্যার পর ভুক্তভোগী ও অনেক ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী থানায় ভিড় করেন। একেকজনের একেক ধরনের অভিযোগ। কারও টাকা পুড়েছে, কারও দোকান, কারও এনআইডিসহ প্রয়োজনীয় সব ডকুমেন্ট। সব মিলে ২৭টি জিডি হয়েছে।  

গত শনিবার ভোর ৫টা ৪০ মিনিটে রাজধানীর নিউ সুপার মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের প্রায় সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here