সারাদেশের ন্যায় টাঙ্গাইলেও নানা কর্মসূচির মধ্য দিয়ে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হয়েছে। সোমবার সকাল থেকেই টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে বিভিন্ন স্তরের নেতাকর্মীরা সমবেত হতে থাকে। পরে দলীয় কার্যালয় থেকে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের আয়োজনে একটি র্যালি বের হয়।
র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এবং শেষে পৌর উদ্যানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করার মধ্য দিয়ে শেষ হয়।
আরও উপস্থিত ছিলেন টাঙ্গাইল সদর উপজেলার সাবেক চেয়ারম্যান, থানা আওয়ামী লীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট খোরশেদ আলম, টাঙ্গাইল থানা আওয়ামী লীগের সভাপতি ফারুক হোসেন মানিক, সাধারণ সম্পাদক এম এ রৌফ, থানা যুবলীগের সভাপতি আবু সায়েম তালুকদার, সাধারণ সম্পাদক রেজাউল করিম। এ সময় র্যালিতে আওয়ামী লীগসহ অঙ্গ-সংগঠনের বিভিন্ন স্তরের সকল নেতাকর্মীরা অংশ নেন।