অস্ট্রেলিয়ায় বিদ্যুৎ বিচ্ছিন্ন ১ লাখ ২০ হাজারের বেশি বাড়িঘর

0

মৌসুমী ঘূর্ণিঝড় আলফ্রেডের আঘাতে বিধ্বস্ত অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলে এখনো বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে ১ লাখ ২০ হাজারের বেশি বাড়িঘর-দপ্তর-বাণিজ্যকেন্দ্র। খবর এএফপির

বিদ্যুৎ সংযোগ ফিরিয়ে আনতে আজ মঙ্গলবার সংশ্লিষ্ট সংস্থাগুলো দ্রুত ব্যবস্থা নিয়েছে। গ্রীষ্মমন্ডলীয় ঘূর্ণিঝড় আলফ্রেড গত শনিবার স্থল নিম্নচাপে পরিণত হওয়ার আগে পাঁচ দিন ধরে ৪০০ কিলোমিটার অঞ্চলজুড়ে তাণ্ডব চালায়।

শুক্রবার, দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ৬১ বছর বয়সী এক ব্যক্তি সেতুর ওপর দিয়ে ফোর হুইল ড্রাইভ পিকআপ চালিয়ে যাওয়ার সময় নদীতে ভেসে গেলে তার মৃত্যু হয়।

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কুইন্সল্যান্ডের দক্ষিণ-পূর্বাঞ্চলে মঙ্গলবার সকালেও এক লাখ ১৮ হাজার বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান বিদ্যুৎবিচ্ছিন্ন ছিল।

বিদ্যুৎবিহীন বাড়িঘরে ইতোমধ্যে সংযোগ পুনঃস্থাপনের কাজ শুরু করেছে নিউ সাউথ ওয়েলসের বিদ্যুৎ সরবরাহকারী কোম্পানি এনার্জিএক্স। 

এক বিবৃতিতে কোম্পানি জানিয়েছে, আগামী শুক্রবারের মধ্যে ৯৫ শতাংশ বাড়িঘরে বিদ্যুৎ পুনঃসংযোগের লক্ষ্য নেওয়া হয়েছে।

সংস্থাটি আরও বলেছে, আজ আবহাওয়া কাজের জন্য অনুকূল মনে হওয়ায় দুই হাজারের বেশি কর্মী আবার মাঠে নেমেছেন। নেটওয়ার্কের বিচ্ছিন্ন অংশগুলো মূল্যায়ন করার জন্য তারা হেলিকপ্টার পাঠানোর কথাও জানিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here