ধর্ষকের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে ফরিদপুরে মানববন্ধন

0

ধর্ষকের বিচার ও সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে ফরিদপুরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় ফরিদপুর প্রেসক্লাবের সামনে সর্বস্তরের জনগণের আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। 

ঘণ্টাব্যাপি এ কর্মসূচিতে স্কুল-কলেজের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। 

মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, ধর্ষণের মতো জঘন্য কাজের সাথে যারা জড়িত রয়েছে তাদের দ্রুতই আইনের আওতায় আনতে হবে। 

এ সময় তারা আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, ধর্ষকের বিচারের জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠন ও ধর্ষকের মৃত্যুদণ্ডের দাবি জানান। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি প্রেসক্লাবের সামনে থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জনতা ব্যাংকের মোড়ে গিয়ে শেষ হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here