ফাইনাল শুরুর আগের দিন থেকে রোহিত শর্মার অবসর নিয়ে গুঞ্জন শুরু হয়। এর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেই অবসর নিয়েছিলেন তিনি। সে কারণেই কি না রবিবার চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেই অবসর যাবেন, এমন গুঞ্জন ছড়িয়ে পড়ে।
যদিও দুবাইয়ে ট্রফিকে সামনে বসিয়ে তিনি ঘোষণা করে দিয়েছিলেন, এক দিনের ক্রিকেট থেকে এখনই অবসর নিচ্ছেন না। তবে সম্প্রচারকারী চ্যানেলে এক সাক্ষাৎকারে রোহিত শর্মা খানিক রহস্য নিয়েই বললেন ২০২৭ বিশ্বকাপে খেলা ঘিরে। জানালেন, এখনও ঠিক করেননি সেই বিশ্বকাপে খেলবেন কি না।
ফাইনালে ম্যাচ শেষ রোহিত ‘জিয়োহটস্টারে’ বলেছেন, ‘পরিস্থিতি যেমন আসবে, তেমন ভাবে সেটাকে গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছি। খুব বেশি দূরে তাকানো উচিত হবে না। এই মুহূর্তে আমার লক্ষ্য হল ভাল খেলা এবং সঠিক মানসিকতা বজায় রাখা। কোনও সীমারেখা টানতে চাই না। তাই ২০২৭ বিশ্বকাপে খেলব কি না সেটাও এখন জানাতে চাই না। এই মুহূর্তে কোনও মন্তব্য করা ঠিক হবে না।’
ভবিষ্যতে খুব বেশি তাকাতে চান না জানিয়ে রোহিতের মন্তব্য, ‘নিজের ক্রিকেটজীবনে বরাবর এক-একটা ধাপ নিয়ে এগোতে ভালবাসি। ভবিষ্যতের দিকে খুব বেশি তাকাতে চাই না। অতীতেও কখনও এই কাজ করিনি। এখন আমি নিজের ক্রিকেট উপভোগ করছি। দলের সময়টা উপভোগ করতে চাই। আশা করি সতীর্থেরাও আমার উপস্থিতিতে খুশি হবে। সেটাই আসল।’
‘এখনই অবসর নিচ্ছি না’, চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল শেষেই পরিষ্কার জানিয়ে দিয়েছেন রোহিত শার্মা। তার বিদায়ের গুঞ্জন তাই শেষ। তবে নতুন কৌতূহলের শুরুও এখান থেকে। ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত কি থাকবেন বা টিকবেন তিনি? ভারতীয় অধিনায়ক জানালেন, এখন অত দূরে তিনি তাকাচ্ছেন না। তবে দারুণ সুখি এই দল ছেড়ে যাওয়ার ভাবনাও আপাতত তার নেই।