বক্স অফিসে কত আয় করল ‘ছাবা’?

0

বলিউড অভিনেতা ভিকি কৌশল অভিনীত ‘ছাবা’ সিনেমা মুক্তির একমাস পরেও বক্স অফিসে এখনও আয় করে চলেছেন। বর্তমানে ভারতীয় বক্স অফিসে ছাবা ছবিটির মোট আয় ২৫ তম দিনের পর দাঁড়িয়ে আছে ৫২৬ কোটি ৫ লাখ টাকায়।

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, মুক্তির পর চতুর্থ সোমবার ভিকি কৌশল অভিনীত এই ছবিটি ৫ কোটি টাকা আয় করেছে। ছাবা ছবিটি বক্স অফিসে প্রথম সপ্তাহে ২২৮ কোটি ৫ লাখ টাকা আয় করেছে। দ্বিতীয় সপ্তাহে সেই আয়ের পরিমাণ গিয়ে দাঁড়ায় ১৮০ কোটি ২৫ লাখ টাকায়।

তৃতীয় সপ্তাহে ছবিটির আয়ের পরিমাণ ছিল ৮৪ কোটি ৫ লাখ টাকা। চতুর্থ শুক্রবার এটি ৬ কোটি ২৫ লাখ টাকা আয় করেছে। শনিবার সেই আয়ের পরিমাণ বেড়ে হয় ১৩ কোটি ৫০ লাখ টাকা। রবিবার চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল থাকায় আয়ের পরিমাণ কিছুটা কমে। এদিন ছত্রপতি সম্ভাজি মহারাজের বায়োপিক ঘরে মাত্র ৮ কোটি ৫০ লাখ টাকা তুলতে পেরেছে।

ভারতে ৫৩০ কোটির দোরগোড়ায় থাকলেও বিশ্বজুড়ে ছাবা ছবিটি ৭০০ কোটির মার্ক টপকে গেল। বর্তমানে ৭০৫ কোটি ৩০ লাখ টাকার মোট ব্যবসা করেছে এই ছবি পুরো পৃথিবী জুড়ে। এটি ২০২৫ সালের প্রথম ছবি যা ৭০০ কোটির ক্লাবে প্রবেশ করল। রবিবার দিন ভারতের বাইরে এই ছবিটি ১ কোটি ৪০ লাখ টাকা আয় করেছে।

ছাবা ছবিটির পরিচালনা করেছেন লক্ষ্মণ উটেকর। দীনেশ বিজন প্রযোজনা করেছেন ছবিটির। ছত্রপতি সম্ভাজি মহারাজের চরিত্রে ধরা দিয়েছেন ভিকি কৌশল। তার স্ত্রীর চরিত্রে আছেন রাশমিকা মান্দানা। ঔরঙ্গজেবের চরিত্রে দেখা মিলছে অক্ষয় খান্নার। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here