ছাত্রলীগ নেতা আপেল গ্রেফতার

0

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ছাত্র জনতার মিছিলে হামলার ঘটনায় আপেল (২৫) নামে এক ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১০ মার্চ) রাতে ফুলবাড়ীর নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। ফুলবাড়ী থানার ওসি মামুনুর রশীদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃত আপেল ফুলবাড়ী সদর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি এবং উপজেলার কুটিচন্দ্রখানা গ্রামের মৃত আজগার আলীর ছেলে।

ফুলবাড়ী থানার ওসি মামুনুর রশীদ জানান, শেখ হাসিনা দেশত্যাগের পর আপেল দীর্ঘদিন আত্মগোপন ছিলেন। সোমবার রাতে তিনি বাড়িতে ফিরেছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরে গত ৪ আগস্ট ছাত্র জনতার আন্দোলনে হামলা ভাঙচুর ও লুটপাটে ঘটনায় দায়েরকৃত মামলায় গ্রেফতার দেখানো হয়। মঙ্গলবার সকালে তাকে কুড়িগ্রাম জেল হাজতে তাকে পাঠানো হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here