গাইবান্ধায় গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

0

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় একটি যাত্রীবাহী বাস থেকে সাড়ে ৭ কেজি গাঁজাসহ দুই মাদক করাবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের উপজেলার একবারপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন-লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার গেন্দুকুড়ির টংভাঙ্গা এলাকার নবীর আলীর ছেলে মজিদুল ইসলাম (২৮) ও একই এলাকার শহিদুল ইসলামের ছেলে মাসুম বিল্লাহ (২৭)।

এসব তথ্য নিশ্চিত করেন গাইবান্ধা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. শাহ্ নেওয়াজ।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই স্থানে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করা হয়। এসময় রংপুর থেকে ছেড়ে আসা গাইবান্ধাগামী একটি যাত্রীবাহী বাস থামানো হয়। পরে তল্লাশি চালিয়ে মজিদুল ইসলামের কাছ থেকে ৪ কেজি এবং মাসুম বিল্লাহর কাছ থেকে সাড়ে ৩ কেজি গাঁজা জব্দসহ তাদের গ্রেফতার করা হয়।

উপ-পরিচালক মো. শাহ নেওয়াজ বলেন, আসামিদের বিরুদ্ধে সাদুল্লাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here