ছেলের আইপিএলে অভিষেক, যে বার্তা দিলেন শচীন

0

শচীন টেন্ডুলকারের ছেলে অর্জুন টেন্ডুলকারের অপেক্ষাটা ছিল আইপিএলে অভিষেকের। গতকাল সেই অপেক্ষার সমাপ্তি ঘটল। মুম্বাই ইন্ডিয়ানসের পক্ষে অভিষেক হলো কিংবদন্তি শচীনপুত্রের।

বাবার মতো ব্যাটসম্যান নন অর্জুন। বাঁহাতি পেসার, ব্যাটিংটাও মোটামুটি ভালো পারেন। ভারতের অন্যান্য ঘরোয়া ক্রিকেটে এর আগে খেললেও আইপিএলে মাঠে নামলেন গতকালই প্রথম।

এদিকে, ছেলেকে নিয়ে উচ্ছ্বসিত হলেও সতর্ক শচীন টেন্ডুলকার। বাবার কর্তব্যের জায়গা থেকে পরামর্শও দিয়েছেন।

এক বার্তায় তিনি বলেন, ‘অর্জুন, আজ তুমি ক্রিকেটার হিসেবে তোমার পথচলায় আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিলে। তোমার বাবা, যে তোমাকে প্রচণ্ড ভালোবাসে, যে ক্রিকেট খেলাটারও অনুরাগী, আমি জানি, তুমি সামনের দিনগুলোতে খেলাটাকে তার প্রাপ্য সম্মান আর ভালোবাসা দেবে। ক্রিকেটও তোমাকে তার ভালোবাসা ফিরিয়ে দেবে। এই জায়গায় আসতে তুমি অনেক কষ্ট করেছ। আমি নিশ্চিত, তুমি আরও পরিশ্রম করে যাবে। এটা তোমার দারুণ এক পথচলার শুরু মাত্র। শুভ কামনা রইল!’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here