ময়মনসিংহ সদর উপজেলায় ধান ক্ষেতের পাশে পড়ে থাকা অবস্থায় মৌসুমি আক্তার (২৫) নামে এক নারীর লাশ উদ্ধার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। নিহত মৌসুমি আক্তার সুজন হাসানের স্ত্রী।
কোতয়ালি মডেল থানার ওসি (তদন্ত) ফারুক হোসেন জানান, বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে সদর উপজেলার দাপুনিয়া গোষ্ঠা এলাকার একটি ধান ক্ষেতের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়। স্বামী-স্ত্রীর মধ্যে দাম্পত্য বিরোধ চলছিল। এই বিরোধের জের ধরে আদালতে যৌতুক মামলা চলছে। এ কারণে মৌসুমি কিছুদিন ধরে পাশ্ববর্তী গ্রামে তার বাবার বাড়িতে বসবাস করছিল।