দেশব্যাপী চলমান নারী ধর্ষণ, নিপীড়ন ও নির্যাতনের প্রতিবাদে রাজধানীর হাইকোর্ট এলাকায় মানববন্ধন কর্মসূচি পালন করছে জাতীয়তাবাদী ছাত্রদল।
সোমবার দুপুর ১২টায় হাইকোর্টের মেইন গেইটের সামনে জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের উদ্যোগে এই কর্মসূচি শুরু হয়।
কর্মসূচিতে জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত আছেন।
এর আগে দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রদল।